Home রাজনীতি সাইফুলের চির বিদায় বেলায় কাঁদলেন সমন্বয়ক ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী

সাইফুলের চির বিদায় বেলায় কাঁদলেন সমন্বয়ক ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী

0

সাইফুলের চির বিদায় বেলায় কাঁদলেন সমন্বয়ক ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী

মো কামরুল ইসলাম,চট্টগ্রাম প্রতিনিধি 

 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি চিরনিদ্রায় শায়িত হয়েছেন এডভোকেট সাইফুল ইসলাম আলিফ। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে চতুর্থ দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। গ্রামের বাড়ির ফারাঙ্গা জানাজায় মানুষের ঢল নেমে এসেছে।গ্রামের বাড়িতে জানাযা নামাজ শেষে কবর জেয়ারত করার সময় অঝোরে কাঁদলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জামায়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আমির সাবেক সংসদ সদস্য এবং সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এসময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয় আদালত ভবন চত্বরে। সাড়ে ১১টার দিকে নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটার দিকে লোহাগাড়া উপজেলায় অলি আহমদ বীর বিক্রম মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন, নিহত সাইফুল ইসলাম আলিফের পিতা জামাল উদ্দিন।
এসময় তিনি তার সন্তানকে যারা নির্মম ভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেন।
জানাজায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির সদস্য এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক, লোহাগাড়া উপজেলা বিএনপি,সদস্য সচিব সাজ্জাদ মিয়া, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক লোহাগাড়া উপজেলা বিএনপির সমন্বয়ক সালাউদ্দীন চৌধুরী সোহেল, লোহাগাড়া সাতকানিয়ার সাবেক এমপি মোস্তাক আহমেদের পুত্র চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস সহ অন্যান্যারা।
জানা যায়, দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আধুনগর ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে সাইফুল ইসলাম আলিফ জিপিএ ফাইভ পেয়ে দাখিল পাস করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। পরে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) থেকে এলএলবি পাস করে আইন পেশায় নিযুক্ত হন।
উল্লেখ্য, (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এসময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে এদিন বিকেলে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় চিন্ময়ের অনুসারীরা আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে বলে জানা গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version