Home রাজনীতি জানাজায় চট্টগ্রাম মহানগর জমাতের আমির শাহাজাহান ও ব্যাপক মানুষের উপস্থিতি

জানাজায় চট্টগ্রাম মহানগর জমাতের আমির শাহাজাহান ও ব্যাপক মানুষের উপস্থিতি

0

জানাজায় চট্টগ্রাম মহানগর জমাতের আমির শাহাজাহান ও ব্যাপক মানুষের উপস্থিতি

মো কামরুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম মহানগর জমাতের আমির শাহাজাহান চৌধুরী এবং আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সাইফুল ইসলামের শেষ বিদায়।
বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আদালত চত্বরে সাইফুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জমাতের আমির শাহাজাহান চৌধুরী ও আইনজীবী নেতারা। তারা সাইফুলের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
এডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পারাঙ্গা এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।

মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীরা সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version