কুমিল্লা দেবীদ্বারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে গোমতী মাদক বিরোধী সংগঠন।
শুক্রবার বিকালে উপজেলার বারেরা গ্রামের বারেরা মধ্যে পাড়া ব্ল্যাক স্টোন স্কুল মাঠে গোমতী মাদক বিরোধী সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম খোকার সভাপতিত্বে ও রুবেল আহমেদ এর সঞ্চালনায় প্রায় ১ শত শীতার্ত ব্যক্তিদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতী মাদক বিরোধী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম ইমরান হাছান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ মোল্লা,যুগ্ম- সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ জামান মুন্সী,যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ ইব্রাহীম খলিল,যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আনিছুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সুমন হাছান, ইন্জিনিয়ার মোতাবব হোসেন, মোঃ বেলাল হোসেন শাহীন,আশিক নিজামী, আরিয়ান রাসেল ও মেহেদী হাছান বশিরসহ আরও অনেকে।