শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
ব্রেকিং নিউজ :
Homeঅর্থনীতিনেক্সাস গ্রুপ অফিস পরিদর্শন করেন ওসাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা

নেক্সাস গ্রুপ অফিস পরিদর্শন করেন ওসাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা

- Advertisement -spot_img

নেক্সাস গ্রুপ অফিস পরিদর্শন করেন ওসাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা

তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টার:

রাজধানীর সুনামধন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রতিষ্ঠান মিরপুর-১০’র নেক্সাস গ্রুপ পরিদর্শন করেন ওসাকার বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

N-5 জেএলপিটি পরিক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে।

জাপানি এন-৫ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম জুলাই সেশনের জেএলপিটি পরিক্ষার্থীদের প্রস্তুতিমূলক ক্লাস নেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন ওসাকা বিদ্যালয়ের প্রতিনিধিরা ও নেক্সাস গ্রুপের সহকারী পরিচালকবৃন্দ,শিক্ষক, অফিস স্টাফের সদস্যরা ও শিক্ষার্থীরা সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা যায়, নেক্সাসে অফলাইনে চার মাস মেয়াদী ফ্রী জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করানো হয়। উক্ত কোর্সের বিষয়বস্তু জাপানীস ল্যাঙ্গুয়েজে N5- স্পিকিং,রিডিং,রাইটিং,লিসেনিং,SKYPE ইন্টারভিউ প্রিপারেশন কোর্স, Embassy ইন্টারভিউ প্রিপারেশন কোর্স, জাপানে পার্ট-টাইম জবের ইন্টারভিউ এবং জাপানীজ সিভি রাইটিং কোর্স নেক্সাস গ্রুপ সূচনালগ্ন থেকেই অত্যন্ত দক্ষতা ও মানসম্পন্ন সার্ভিসের মাধ্যমে দেশের অগনিত সাফল্য প্রত্যাশিদের স্বপ্নযাত্রার সাথী হয়ে সুনামের সাথে জাপানে উচ্চশিক্ষা চাকরি ও স্থায়ী বসবাস শীর্ষক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জাপানের বিদ্যালয়গুলোর ল্যাঙ্গুয়েজ ভর্তি বছরে ৪টি সেশন- জানুয়ারী ,এপ্রিল,জুলাই ও অক্টোবর সেশন।
জাপানে সকল ইউনিভার্সিটিতে ভর্তি সেশন বছরে ২ টি- এপ্রিল ও অক্টোবর সেশন।
নেক্সাসের সহযোগিতায় জাপানের যে শহরগুলিতে স্টুডেন্ট ভিসার আবেদন করা যাবে-টোকিও,ওসাকা,কোবে,হিরোশিমা,ইবারাকি,সাইতাম,চিবা,কানাগাও,ইয়োকোহামা, সেন্দাই,ফুকুকা,নাগোয়া,ফুকুশিমা,ওকিনাওয়া,আকিতা,সাপপুরা।

জাপানের যাওয়ার পর নেক্সাসের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে বাসস্থানের ব্যবস্থা, হেলথ ইনসিওরেন্স,রেসিডেন্ট কার্ড রেজিস্ট্রেশন, ব্যাংক একাউন্ট,পার্টটাইম জব সহ ইত্যাদি কাজে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন নেক্সাস কর্তৃপক্ষ।

তাদের প্রতিষ্ঠানে বিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা প্রতিদিন পাঠদান দেওয়া হয়।

ঠিকানা- নেক্সাস গ্রুপ, ২/এ , রোড-৪, ব্লক-এ, সেকশন-৬, মিরপুর ১০ (মেট্রোরেল স্টেশনের পাশে) ঢাকা।

যোগাযোগ +880 1968-666222.

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ সংবাদ

spot_img

এই বিভাগের অন্যান্য সংবাদ

- Advertisement -spot_img