কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) উপজেলার বাড়েরা উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাড়েরা ইউনিয়ন বিএনপির সম্ভাব্য সভাপতি আব্দুল মতিন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চান্দিনা উপজেলা বিএনপির আহবায়ক ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আতিকুল ইসলাম শাওন।
চান্দিনা উপজেলা কৃষকদলের আহবায়ক মফিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মফিজ উদ্দিন ভূঁইয়া, বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন চান্দিনা পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র শাহ আলমগীর খান, চান্দিনা উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আরশাদ, কুমিল্লা উত্তর জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা সুলতান মাহমুদ, চান্দিনা উপজেলা যুবদলের আহবায়ক মাওলানা আবুল খায়ের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পী, চান্দিনা পৌর ছাত্রদলের আহবায়ক মাহবুব আলম দোলন, উপজেলা মৎস দলের আহবায়ক ফজলুল সাত্তার, উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব ডাঃ জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরীফ খাঁন, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাজী নুরুল ইসলাম। সমাবেশের উদ্ভোদন করেন চান্দিনা পৌর বিএনপির আহবায়ক এবিএম সিরাজুল ইসলাম।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা তাতীদলের আহবায়ক মোস্তফা কামাল খান, উপজেলা শ্রমিক দলের আহবায়ক খায়ের মৃধা, মহিলা দলের আহবায়ক জেসমিন আক্তার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদের আহবায়ক বাবুল মিয়া প্রমুখ।