“শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সুন্দর প্রজন্ম গঠনই জাতীয়তাবাদী ছাত্রদলের সংকল্প”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার চান্দিনায় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২ জানুয়ারি) বিকেলে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে লাল দল ও সবুজ দলের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করে উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদল।
খেলায় লাল দল সবুজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আতিকুল আলম শাওন, সদস্য সচিব কাজী আরশাদ, পৌর বিএনপির আহ্বায়ক এবিএম সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র শাহ মো. আলমগীর খাঁন,বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ করিম।
বক্তারা বলেন, খেলাধুলা চর্চাটা হলো মানুষের মুক্ত মননশীলতা বৃদ্ধির একটা উত্তম মাধ্যম। এ ধরনের শরীর চর্চা,সুস্থ সংস্কৃতি বজায় রাখা ও যে খেলায় শালীনতা থাকবে এবং নোংরামি হবে না সেরকম খেলাধুলা ছাত্রদল বরাবরি আয়োজন করবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ খাঁন ও পৌর শাখা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আলম দোলন সহ অন্যান্য নেতা-কর্মীরা।