Home খেলার খবর ক্রিকেট দেবিদ্বার ইউসুফপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে ক্রিকেট বল খেলা অনুষ্ঠিত 

দেবিদ্বার ইউসুফপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে ক্রিকেট বল খেলা অনুষ্ঠিত 

0

দেবিদ্বার ইউসুফপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে ক্রিকেট বল খেলা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক 

ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল মাদকের বিরুদ্ধে ক্রিকেট বল এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা দেবিদ্বার উপজেলার ২নং ইউসুফপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ও ৪ নং ওয়ার্ড পীর মহেশপুরে আজ বিকাল তিন ঘটিকার সময় বিগ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় । এ খেলায় যে দুইটি পরস্পর শক্তিশালী দল অংশ গ্রহণ করেন।

পীর মহেশপুর মধ্যপাড়া টাইগার একাদশ ক্লাব বনাম পীর মহেশপুর মাঝি বাড়ি ইয়াং স্টার ক্লাব।

খেলায় টসে জিতে প্রথমে টাইগার একাদশ ক্লাব ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। পীর মহেশপুর মধ্যপাড়া টাইগার একাদশ ক্লাব ব্যাটিং করে ১৪৪ রানের টার্গেট দেয় মহেশপুর মাঝিবাড়ি ইয়াং স্টার ক্লাবকে। ১৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে মাঝি বাড়ি ইয়াং স্টার ক্লাব ৮১ রানে অল আউট হয়ে যায়। মাঝির বাড়ি ইয়াং স্টার ক্লাবের সর্বোচ্চ রান সংগ্রহকারী  ৩২ রান করেন মো শাহাদত হোসেন,দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহকারী মো সুজন ২২ রান করে আউট হয়ে যায়।

 

পীর মহেশপুর মধ্যপাড়া টাইগার একাদশ ক্লাবের আসিফ ওপেনিং ব্যাট করে ব্যক্তিগত ৬৭ রান আউট এবং দ্বিতীয় সর্বোচ্চ প্রাণ সংগ্রহকারী মো মিজানুর রহমান ২২ রান করেন। আসিফ ৩ ওভারে ১ উইকেট নিয়ে ১৩ রান দিয়েছে ও মো বাপ্পা ৩ ওভার বল করে ৬ উইকেট সংগ্রহ করে এবং ওভার হ্যাটিক করে।

পীর মহেশপুর মধ্যপাড়া টাইগার একাদশ ক্লাব ৬৩ রানে বিশাল জয় লাভ করে। টাইগার ক্লাবের ক্যাপ্টেন মিজানুর রহমান খেলায় ভালো অবদান রাখেন এবং ব্যাটিং ও ভালো করেন। দলীয় ভাবে ম্যান অফ দ্যা ম্যাচ আসিফ এবং বাপ্পা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version