Home রাজনীতি ছাত্র-ছাত্রীদের মাঝে এপেক্স ক্লাব অব বান্দরবানের কম্বল বিতরণ

ছাত্র-ছাত্রীদের মাঝে এপেক্স ক্লাব অব বান্দরবানের কম্বল বিতরণ

0

ছাত্র-ছাত্রীদের মাঝে এপেক্স ক্লাব অব বান্দরবানের কম্বল বিতরণ

মোঃ রমজান আলী, বান্দরবান প্রতিনিধি

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে শীতার্ত ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কনফারেন্স রুমে এ কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোহাম্মদ মোজাম্মেল হক সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসাইনুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর মো. নুরুল আমিন চৌধুরী আরমান, পিডিজি মো. কামাল পাশা, এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এন্ড চার্টার্ড প্রেসিডেন্ট সৈয়দ মিয়া হাসান, এপেক্স ক্লাব অব সাঙ্গুর প্রেসিডেন্ট উনিলা মারমা, বান্দরবান ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত ২০২৫ নিনি প্রু মারমা, এপেক্স ক্লাব অব সাঙ্গুর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পাপন বড়ুয়া, মং সহ প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি মো. হোসাইনুজ্জামান চৌধুরী বলেন, ‘এই শীতে পাহাড়ের মাঝখানে বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হোস্টেলের শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের মাঝে কম্বল বিতরণ করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে এপেক্স ক্লাব অব বান্দরবান। আমরা এপেক্স ক্লাব অব বান্দরবানের আরো সাফল্য কামনা করি।’
জাতীয় সেবা পরিচালক নুরুল আমিন চৌধুরী আরমান বলেন,‘মানব সেবার ব্রত নিয়ে সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত। সারাদেশে আমাদের মাসব্যাপি সেবা কর্মসূচি চলবে। দেশের সকল ক্লাবের পক্ষ থেকে বেশি বেশি সেবা কর্মসূচি গ্রহণ করার অনুরোধ করা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version