কুমিল্লা দেবিদ্বার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় নির্দেশনায় সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলের গনহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন দেবিদ্বার উপজেলা ছাত্রদল পৌর ও দেবিদ্বার সরকারি কলেজ ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল সরকার বলেন কোকাকলা, পেপসি,সহ ফিলিস্তিনি সকল পণ্য বর্জন করতে হবে। দেবিদ্বার উপজেলায় যে সকল শোরুমে ফিলিস্তিনির পণ্য বিক্রি করা হয় তা বর্জন করতে হবে।
আমাদের মুসলিম মা,বাবা,ভাই,বোন ফিলিস্তিনির পণ্য চাই না,,যদি ফিলিস্তিনির পণ্য বিক্রি বন্ধ না করে তাহলে আরো বড় আন্দোলন এর ডাক দেয়া হবে৷ এবং দেবিদ্বার উপজেলা সব জনগণের কাছে ফিলিস্তিনি মানুষের জন্য দোয়া চেয়েছেন।
বক্তারা আরো বলেন গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর পাশবিক হত্যাকাণ্ড, নির্যাতন ও বর্বর হামলার তীব্র নিন্দা জানান। তারা নিরীহ ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান এবং স্বাধীন ফিলিস্তিন দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি পালনের অংশ হিসেবে দেবিদ্বার উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন।