মোঃ মোশাররফ হোসেন মুন্সী,তিতাস,কুমিল্লা
কুমিল্লা উত্তর জেলার অন্তর্গত তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ৩ ঘটিকায় কড়িকান্দি বাজার সংলগ্ন মাঠে এই কর্মী সম্মেলন এর আয়োজন করা হয়।
কড়িকান্দি ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক ওসমান গণি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কুমিল্লা জেলা উত্তর এর আমীর অধ্যাপক আব্দুল মতিন।
প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় যেখানে নারী তার অধিকার পাবে, কোথাও কোন বৈষম্য থাকবে না।!
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সকরার, জেলা সেক্রেটারী মু. সাইফুল ইসলাম শহীদ, জেলা কর্মপরিষদ সদস্য ও দাউদকান্দি উপজেলার আমীর মনিরুজ্জামান বাহলুল, জেলা কর্মপরিষদ সদস্য ও তিতাস উপজেলা আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, হোমনা উপজেলার আমীর মাওলানা কাজী সাইদুল হক, মেঘনা উপজেলার আমীর লোকমান হোসেন ভুঁইয়া সহ তিতাস উপজেলার উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ ও কড়িকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কর্মীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, ইউনিয়ন সেক্রেটারি মুনির হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেন মুন্সি সহ প্রমুখ।
সম্পাদকীয় কার্যালয়:
সম্পাদক ও প্রকাশক : শাহ সাহিদ উদ্দিন
নির্বাহী সম্পাদক : মো জহিরুল ইসলাম মারুফ
৪৬ বঙ্গবন্ধু এভিনিউ
মোবাইল: ০১৭১৯৪১৩২৯৮
গুলিস্তান ঢাকা -১০০০
Copyright © 2024 দৈনিক আলোকিত সংবাদ. All rights reserved.