মো কামরুল ইসলাম,চট্টগ্রাম প্রতিনিধি
আওয়ামী লীগের নেতাদের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রামে বিএনপির চারজন নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
গত বুধবার মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আলম খাজা স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি দেওয়া চারজন হলেন- আকবরশাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিম, সহ-সভাপতি রেহান উদ্দিন, উত্তর পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ এবং আকবর শাহ থানা যুবদলের সাবেক সদস্য সচিব ইলিয়াস খান। তাদের বিরুদ্ধে স্হানীয় আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম এবং তার নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে- সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে বিএনপি এবং অঙ্গসংগঠনের সকল পর্যায়ের পদ থেকে তারেক রহমানের নির্দেশক্রমে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এদিকে স্হানীয় বিএনপি নেতাদের মধ্যে অনেকে নাম প্রকাশ না করা শর্তে বলেন, এই চার নেতা সুকৌশলে দলের শৃঙ্খলা ভঙ্গ করে স্হানীয় আওয়ামী লীগ নেতা ও চসিকের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম থেকে ৩০/৩৫ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ওঠেছে। এসব বিষয়ে কথা বলতে আকবরশাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিম এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি রিসিভ না করায় কোন মন্তব্য নেওয়া সম্ভব হয় নি।
সম্পাদকীয় কার্যালয়:
সম্পাদক ও প্রকাশক : শাহ সাহিদ উদ্দিন
নির্বাহী সম্পাদক : মো জহিরুল ইসলাম মারুফ
৪৬ বঙ্গবন্ধু এভিনিউ
মোবাইল: ০১৭১৯৪১৩২৯৮
গুলিস্তান ঢাকা -১০০০
Copyright © 2024 দৈনিক আলোকিত সংবাদ. All rights reserved.