শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
ব্রেকিং নিউজ :
Homeআন্তর্জাতিককুমিল্লা চান্দিনা সব্দলপুরে মাদক নিয়ন্ত্রণ প্রতিরোধে আলোচনা সভা।

কুমিল্লা চান্দিনা সব্দলপুরে মাদক নিয়ন্ত্রণ প্রতিরোধে আলোচনা সভা।

- Advertisement -spot_img

কুমিল্লা চান্দিনা সব্দলপুরে মাদক নিয়ন্ত্রণ প্রতিরোধে আলোচনা সভা।

মো জহিরুল ইসলাম মারুফ
স্টাফ রিপোর্টার 

কুমিল্লার চান্দিনার সব্দলপুর গ্ৰামের মাদক নিয়ন্ত্রণে প্রতিরোধ ও গ্ৰামে চলমান মাদক, নেশাদ্রব্য সহ সকল সামাজিক অবক্ষয় রোধে সামাজিক সচেতনতা জোরদার করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্ৰামের সর্বস্তরের জনগণের আয়োজনে ও আলোকিত সব্দলপুর নামে একটি সামাজিক সংগঠন এর বাস্তবায়নে মোল্লাবাড়ি সংলগ্ন বালুর মাঠে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ দেওয়ান কৌশিক,চান্দিনা থানার পুলিশ পরিদর্শক তদন্ত সঞ্জয় কুমার সরকার।
এসময় আরও বক্তব্য রাখেন বাতাঘাসী ইউনিয়ন পরিশদের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান সিরাজ,সব্দলপুর গ্ৰামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল বাতেন মুন্সী,বিশিষ্ট সমাজ সেবক মো. দেলোয়ার হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী মো. জসিম উদ্দিনসহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ সহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
এর আগে গত রবিবার (৩ নভেম্বর) গ্ৰামে মাদক বিক্রি, সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে শান্তিপূর্ণ র‍্যালি করেছে সব্দলপুর গ্ৰামের সর্বস্তরের জনগণ।
উক্ত আলোচনা সভায় বক্তারা সব্দলপুর গ্ৰামের সর্বস্তরের মানুষকে সামাজিক অবক্ষয় রোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ সংবাদ

spot_img

এই বিভাগের অন্যান্য সংবাদ

- Advertisement -spot_img