মুরাদনগরের কৃতি সন্তান কবি এম এ আলীম, মরক্কো থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন
স্টাফ রিপোর্টার
কুমিল্লার মুরাদনগর সাহিত্য পরিষদের সভাপতি, কবি, ঔপন্যাসিক ও কলামিস্ট জনাব এম এ আলীম সাহেবকে মরক্কোর ইন্টারন্যাশনাল ফোরাম ফর ক্রিয়েটিভিটি এন্ড হিউম্যানিটি (আই এফ সি এইচ) দি কিংডম অব মরক্কো, রেজিষ্ট্রেশন নম্বর ফিডিয়া মরক্কো ৪৩/২০১৮ থেকে ২০২৪ সালে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। কবি এম এ আলীম ২৫ বছর ধরে সাহিত্য চর্চায় দেশবিদেশে বিভিন্ন সাহিত্য সম্মেলন, সভা, সেমিনার, সিম্পোজিয়ামে গবেষণামূলক বক্তব্য ও প্রবন্ধ উপস্থাপন করে আসছেন। দেশি-বিদেশি পত্রপত্রিকায় তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। এই পর্যন্ত তার লেখা, গল্প, কবিতা, উপন্যাস, কিশোর উপন্যাস, শিশুতোষ গল্প, ছড়ার ৯টি বই প্রকাশিত হয়েছে। তাঁর এই গবেষণামূলক বক্তব্য, পত্রপত্রিকায় লেখা, বিভিন্ন বিষয়ে বই লেখা, আন্তর্জাতিক সাহিত্যে সম্পৃক্ততা ও সামাজিক কর্মকাণ্ডের সার্বিক বিশ্লেষণ করে মরক্কোর ইন্টারন্যাশনাল ফোরাম ফর ক্রিয়েটিভিটি এন্ড হিউম্যানিটি (আই এফ সি এইচ) কর্তৃপক্ষ কবি এম এ আলীমকে এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন।
উল্লেখ্য, মরক্কোর এই প্রতিষ্ঠানটি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মিডিয়া, দাতব্য সংস্থা, কালচারাল ইনস্টিটিউট, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ ২২টি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
কবি এম এ আলীম, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা, দারোরা ইউনিয়ন পালাসুতা গ্রামের কৃতি সন্তান। কবি এম এ আলীম মরক্কো থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করায় মুরাদনগর সাহিত্য পরিষদ ও নবীন সাহিত্য পরিষদ যৌথভাবে সংবর্ধনার আয়োজন করেছে।