বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুর গুলিতে জেলে নিহত
মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া প্রতিনিধি:
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদুস্যের গুলিতে মোকাররম মাঝি নামে এক জেলে নিহত হয়েছে। এ সময় জীবন বাঁচাতে ট্রলারে থাকা বেশ কয়েকজন সাগরে ঝাঁপ দেয়। তারা এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নিহত মোকারম মাঝি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার মৃত জাফর আহমদের ছেলে এবং উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রহিমা বেগমের স্বামী।
বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৪) সকাল ৫টার দিকে কুতুবদিয়ার পশ্চিমে সাগরে এ ঘটনা ঘটে। উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে সোনাদিয়ার পশ্চিমে জলদস্যুর গুলিতে মোকাররম মাঝি নামে এক জেলে নিহত হয়েছে। এছাড়াও ট্রালরসহ আরও কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে শুনেছি।
তথ্য নিয়ে জানা যায়, সাগরে মাছ ধরতে গিয়ে মোকাররম মাঝির মাছ ধরার ট্রলার জলদস্যুর কবলে পড়ে। এক পর্যায়ে ট্রলারটিকে লক্ষ্য করে গুলি করে জলদস্যুরা। এতে গুলিবিদ্ধ হয়ে জলদস্যুর কবলে পড়ে সাগরে পড়ে যায়। পরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান।
সম্পাদকীয় কার্যালয়:
সম্পাদক ও প্রকাশক : শাহ সাহিদ উদ্দিন
নির্বাহী সম্পাদক : মো জহিরুল ইসলাম মারুফ
৪৬ বঙ্গবন্ধু এভিনিউ
মোবাইল: ০১৭১৯৪১৩২৯৮
গুলিস্তান ঢাকা -১০০০
Copyright © 2024 দৈনিক আলোকিত সংবাদ. All rights reserved.