শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
ব্রেকিং নিউজ :
Homeখেলার খবরঅন্যান্য খেলাআজ মোটরসাইকেল চালানোর দিন

আজ মোটরসাইকেল চালানোর দিন

ডেস্ক রিপোর্ট

- Advertisement -spot_img

আপনার যদি মোটরসাইকেল থাকে, তাহলে আজই ঘুরে আসতে পারেন পছন্দের কোনো জায়গা থেকে। দুই চাকার যান মোটরসাইকেল মানুষের জীবনের কত গল্পই না লিখে। যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে এটি সবার কাছেই প্রিয়। কেউ কেউ আবার শখ করে ব্যবহার করেন। আবার কারও কাছে মোটরসাইকেল চালানো নেহাত কোনো শখ নয়, জীবনের অবিচ্ছেদ্য কোনো অংশ।

তবে আজ কেন এসব কথা বলছি? কারণ আজ মোটরসাইকেল চালানোর দিবস। অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার, সে হিসাবে আজ ১২ অক্টোবর, মোটরসাইকেল চালনা দিবস। ২০১৫ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসচ্ছে। ডানলপ মোটরসাইকেল কোম্পানির পণ্য ব্যবস্থাপক চ্যাড গিয়ার এই দিবসের উদ্যোক্তা।

উল্লেখ্য, ১৮৮৭ সালের অক্টোবরে জন বয়েড ডানলপ উদ্ভাবন করেন বায়ু ভরা টায়ার, যা মোটরসাইকেল জগতে নিয়ে আসে যুগান্তকারী পরিবর্তন।

মোটরসাইকেল দিবস উদযাপনের সবচেয়ে ভালো উপায় হলো রাস্তায় বের হওয়া, তারপর স্বাধীনভাবে মোটরসাইকেল চালানো। তবে অবশ্যই ট্রাফিক নিয়ম মেনে। আপনার যদি মোটরসাইকেল থাকে, তাহলে আজই ঘুরে আসতে পারেন পছন্দের কোনো জায়গা থেকে।

মূলত মোটরসাইকেল নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই দিবসটির পালন করা হয়। যথেষ্ট গুরুত্বের সঙ্গেই এটি পালিত হওয়া জরুরি। বিশেষত আমাদের দেশের প্রেক্ষাপটে তো বটেই।

সারা বছরের নয়, কেবল গত মাসের তথ্য দিলেই মোটরসাইকেলে নিরাপত্তার গুরুত্ব বুঝতে পারবেন। বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন, যা সড়কে নিহত হওয়ার মোট সংখ্যার ৪২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১ দশমিক ৮৩।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ সংবাদ

spot_img

এই বিভাগের অন্যান্য সংবাদ

- Advertisement -spot_img