কুমিল্লা দেবিদ্বারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিল ১০২ জন পরীক্ষার্থী। সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার ৬ হাজার ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৯ শত ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষা শুরু হওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ২০২৫ ইং এর দেবীদ্বার উপজেলার ৫২ টি বিদ্যালয়ের ১৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদের মধ্যে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৯টি কেন্দ্রে সাধারণ শিক্ষায় ৪,৫৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪,৫০২ জন শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন। মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে ৪টি কেন্দ্রে ৩১টি মাদ্রাসার ১,১৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১১২০ জন শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন এবং কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ২টি কেন্দ্রে ৪টি বিদ্যালয়ের ৩১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন।
দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোঃ জাহাঙ্গীর বলেন, উপজেলায় ১৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী অনুপস্থিতের বিষয়টি ব্যাক্তিগত কারণে হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে বলেন, সুশৃংখল ও শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সকল পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।