প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ
অক্সফোর্ড কিন্ডারগার্টেন কর্তৃক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মুরাদনগর উপজেলার ৪নং পূর্বধুর পূর্ব ইউনিয়নের কোরবানপুর অক্সফোর্ড কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
রাশেদুল আল আমিনের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা সভাপতি আবিদ হোসেন আবিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর মাটি ও মানুষের নেতা আলহাজ্ব শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিশ্বস্ত ভ্যানগার্ড সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও মুরাদনগর উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দিন সরকার,প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা যুগ্ন আহবায়ক ফারুক সরকার মুজিব,প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা খোরশেদ আলম ভূঁইয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর যুবদল যুগ্ম আহবায়ক কাউসার আলম সরকার, মোঃ ফোরকার ভূঁইয়া সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোঃ নাসির উদ্দিন সরকার বলেন শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ক্রীড়া। শুধু শারীরিকভাবে সুস্থ থাকার জন্যই নয়, বরং মানসিক বিকাশ ও নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্যও ক্রীড়াচর্চা অপরিহার্য। এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিবছর এই প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়। আজকে আমি মুগ্ধ হয়েছি খুব সুশৃংখলভাবে এই অনুষ্ঠান উপভোগ করেছি আমি এই স্কুলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে যে সকল ইভেন্টে অংশগ্রহণ করেন ছোটদের দড়ি লাফ,নৃত্যের তালে তালে, ছোট ও বড়দের ১০০ মিটার দৌড়,যেমন খুশি তেমন সাজ, অনুষ্ঠান শেষে প্রথম দ্বিতীয় তৃতীয় সকলকে পুরস্কার বিতরণ করেন এবং বৃত্তি পাওয়া ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট প্রদান করেন।