চান্দিনায় সিভিল সার্জনের নির্ধেশে অভিযান চালিয়ে স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার সহ ৬ টি হাসপাতাল সাময়িক বন্ধ
মো জহিরুল ইসলাম মারুফ স্টাফ রিপোর্টার
কুমিল্লা চান্দিনায় অর্থ বাণিজ্যের লক্ষ্যে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে চলছিল স্কয়ার স্পেশালাইজড হসপিটাল সহ প্রায় ২০ টি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতাল।
বুধবার (৪ ডিসেম্বর ২০২৪ইং) সকাল ১০ ঘটিকায় কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার এর দিক নির্দেশনায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ রেজা মোঃ সারোয়ার আকবর এর নেতৃত্বে জেলা সিভিল সার্জন কার্যালয়ের একটি দল চান্দিনা পৌরসভায় অবস্থিত কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে স্কয়ার স্পেশালাইজড হসপিটাল, ভূঁইয়া ডায়াগনস্টিক সেন্টার, সেবা ডায়াগনস্টিক সেন্টার, নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, অপূর্ব ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব ওয়ান ডায়াগনষ্টিক সেন্টার সহ ৬ টি হাসপাতাল সাময়িক বন্ধ ঘোষণা দিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ রেজা মোঃ সারোয়ার আকবর।
অভিযান পরিচালনা শেষে ডেপুটি সিভিল সার্জন ডাঃ রেজা মোঃ সারোয়ার আকবর বলেন, যতদিন পর্যন্ত সাময়িক বন্ধ করে দেওয়া ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলো লাইসেন্স না পাচ্ছে ততদিন পর্যন্ত এসব ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। সাময়িক বন্ধ হয়ে যাওয়া ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল গুলো লাইসেন্স পাওয়ার পূর্ব মূহুর্ত পর্যন্ত প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালু করতে পারবে না। সাময়িক বন্ধ করে দেওয়া ডায়াগনেস্টিক সেন্টার ও হাসপাতাল গুলো সরকারি অনুমোদন ব্যাতীত কার্যক্রম চললে ঐসব প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল, জরিমানা সহ সিলগালা করে দেওয়া হবে এবং চান্দিনা উপজেলায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অনুমোদনহীন হাসপাতালের ব্যাপারে কুমিল্লা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার বলেন, অনুমোদনহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনেষ্টিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম, অব্যবস্থাপনা ও কাগজ পত্র ঠিক না থাকলে ঐসব প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে।
সম্পাদকীয় কার্যালয়:
সম্পাদক ও প্রকাশক : শাহ সাহিদ উদ্দিন
নির্বাহী সম্পাদক : মো জহিরুল ইসলাম মারুফ
৪৬ বঙ্গবন্ধু এভিনিউ
মোবাইল: ০১৭১৯৪১৩২৯৮
গুলিস্তান ঢাকা -১০০০
Copyright © 2024 দৈনিক আলোকিত সংবাদ. All rights reserved.