দেশ সংস্কারে যতটুকু সময় দরকার ততটুকু দেয়া হবে: জামায়াতের নায়েবে আমীর
মো জহিরুল ইসলাম মারুফ, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশ সংস্কারে যতটুকু সময় দরকার ততটুকু সময় অবশ্যই দেয়া হবে। কিন্তু অনির্দিষ্ট সময় পর্যন্ত এটা চলতে পারে না। অতীতে দেখা গেছে, সময় লম্বা করতে করতে কেউ ক্ষমতায় থেকে দল গঠন করেছে অথবা সামরিক শাসন জারি করেছে। আমরা চাই প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচনের ব্যবস্থা করবে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে কুমিল্লার চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সরকার গণেন্ত্রের বড় শত্রু উল্লেখ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার এদেশে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তারা অন্যায়, জুলুম,খুন,গুম, আয়নাঘরে নিয়ে অত্যাচার, চুরি-ডাকাতি করেছে।দেশের গণতন্ত্র কে ধ্বংস করেছে। এমন অপরাধের বিচার হওয়া ছাড়া তাদের পুনর্বাসনের সুযোগ নেই।
অতীতের নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচনকে নির্বাসনে নিয়ে গেছে। দিনের নির্বাচন রাতের বেলায় করেছে। ভোট ছাড়াই ১৫৩ আসন ঘোষণা করেছে। দেশের নির্বাচন ব্যবস্থাকে তারা শুধু নির্বাসনে দিয়েছে তাই নয়, গণতান্ত্রিক ব্যবস্থাকে দাফন পর্যন্ত করেছে।
প্রশাসনের বদলি প্রক্রিয়া নিয়ে জামায়াত নেতা বলেন, পচা মানুষকে এক স্থান থেকে আরেক স্থানে নিলে তারা দুর্গন্ধই ছড়াবে। তাই তাদের পুনর্বাসনের সুযোগ নেই। অপরাধীদের চাকরীচ্যুত করে যারা নিরপরাধ তাদেরকে বেছে নিয়ে আসতে হবে। প্রয়োজনে পুলিশে র্যাবে ও প্রশাসনের লোক নিতে হবে। অপরাধীদের পুনর্বাসন করে প্রকৃত অর্থে সংস্কার হবে না।
পৌর জামায়াতের আমীর একেএম আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও পৌর জামায়াত সেক্রেটারি মাওলানা আবুল হাসেম সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন, নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, জেলা সহকারী সেক্রেটারি মাও. মুফতি আমিনুল ইসলাম, চান্দিনা উপজেলার আমীর মাও. মিজানুর রহমান, নায়েবে আমীর মাও. মোশাররফ হোসেন, ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লাহ, সুপ্রিম কোর্টের এটর্নি জেনারেল জাকির হোসাইন, ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিমের সভাপতি জিসান আহমেদ প্রধান।
অন্যান্যদের মধ্য বক্তৃতা করেন- তিতাস উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শামীম হোসেন, জেলা জামায়াতের শূরা সদস্য নুরুল হুদা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চান্দিনা উপজেলা সভাপতি একেএম শামসুল হক মাস্টার, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা উত্তর জেলা সহ-সভাপতি মাও. মাহবুবুর রহমান আশরাফী, চান্দিনা উপজেলা জামায়াত সেক্রেটারি আব্দুল আহাদ,পৌর জামায়াত সহকারী সেক্রেটারি ইয়াহিয়া রায়হান, মো. তাজুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি ইলিয়াস সরকার, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান সরকার, আশিকুর রহমান আসিফ।
সম্পাদকীয় কার্যালয়:
সম্পাদক ও প্রকাশক : শাহ সাহিদ উদ্দিন
নির্বাহী সম্পাদক : মো জহিরুল ইসলাম মারুফ
৪৬ বঙ্গবন্ধু এভিনিউ
মোবাইল: ০১৭১৯৪১৩২৯৮
গুলিস্তান ঢাকা -১০০০
Copyright © 2024 দৈনিক আলোকিত সংবাদ. All rights reserved.